আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

আইনি পদক্ষেপে যাবেনা বোর্ড।

বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি ( বাংলাদেশ ক্রিকেট বোর্ড )। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। এরপর বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মাঝ রাতে এই তথ্য জানায় বিসিবি।

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি ।

বিশ্বকাপ থেকে বাদ পড়লেও কোনো আইনি পদক্ষেপের পথ বেছে নেবে না বোর্ড। আইসিসির সিদ্ধান্ত পছন্দ না হলে বিসিবি কোনো সালিশী বা আইনি ব্যবস্থা নেবে, এমন আলোচনা কয়েক দিন ধরেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে আইসিসি বোর্ডে ১৪-২ ভোটে হেরে গিয়ে যে সিদ্ধান্ত হয় গেছে, সেটি বদলে দেওয়ার আইনি ভিত্তি আদৌ আছে কি না, সংশয় ছিল সেসব নিয়েও।

তবে সেসব গুঞ্জন থামিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তিনি বলেন,‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।

গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ভারতে না যাওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের। এবার বোর্ড পরিচালক আমজাদ হোসেনের কণ্ঠেও প্রায় একই সুর। ‘আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া তিনি বলেন,‘ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।

Exit mobile version