ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। গত বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে বুধবার রাতে কোয়াব ঘোষণা দেয়, বৃহস্পতিবার নির্ধারিত প্রথম ম্যাচের আগে ওই পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখবেন।
বিসিবি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে গেলেও ক্রিকেটাররা টিম হোটেল ছেড়ে মাঠে যাননি। অবশেষে বিসিবির সাথে সমঝোতার পর মিঠুন বলেন, ‘ক্রিকেটারদের পক্ষ থেকে বলতে চাই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, আমাদের কারো কাম্য ছিল না। কোয়াবের সভাপতি হিসেবে ক্রিকেটারদের পক্ষ থেকে আমাদের দর্শকদের… উনারা ছাড়া ক্রিকেট চলবে না, ক্রিকেটের প্রাণ উনারা…আমাদের সকল ক্রিকেটারের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’
আগামী দিনগুলোতেও সমর্থকদের পাশে পাওয়ার আশাবাদ জানিয়ে মিঠুন বলেন, ‘আমরা আশা করব, আগেও যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, কালকে থেকে আবার আপনাদের সেই সাপোর্ট পাব। আপনারা আমাদেরকে যতটা ভালোবাসেন, আমরাও একইভাবে আমাদের ভক্তদের ভালোবাসি।’
খেলা বন্ধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রল শুরু হয়। সেই প্রেক্ষাপটে সমর্থকদের উদ্দেশে ইতিবাচক মনোভাব রাখার আহ্বান জানান ইফতেখার রহমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















