অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশের ক্রিকেটাররা

অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশের ক্রিকেটাররা

অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশের ক্রিকেটাররা, ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। তাই ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ ফেব্রুয়ারি থেকে ৭-১০ দিনের ক্যাম্পে থাকবেন জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটাররা।

বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে বিসিবি জানিয়েছিল স্বল্প পরিসরে আরেকটি টি-২০ আসর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তাতে করে ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবেন এবং আর্থিক যে ক্ষতি হবে বিশ্বকাপ না খেলে সেটাও খানিকটা পুষিয়ে উঠতে পারবেন।

কিন্তু আর মাত্র দুই সপ্তাহ পরই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সে কারণে আপাতত সে ধরণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে না বিসিবি। তবে ক্রিকেটারদের একেবারে বসিয়ে রাখতেও চাইছে না।

আপাতত সেজন্য ১ ফেব্রুয়ারি থেকে কন্ডিশনিং ক্যাম্প করা হবে ক্রিকেটারদের নিয়ে। সেখানে ২৫-৩০ জন ক্রিকেটার থাকতে পারেন। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে ছুটিতে আছেন ক্রিকেটাররা।

নির্বাচনের আগে অনুশীলন ক্যাম্প এবং পরে ছোটো পরিসরে (২/৩টি দল) টি-২০ টুর্নামেন্ট করার পরিকল্পনা এখনও আছে। সেখানে প্রাইজমানি ও ম্যাচ ফি বেশ ভালো অঙ্কের হবে এমনটাই বিসিবি থেকে জানা গিয়েছিল।

আগামী মাসের শেষদিকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার আগে এভাবেই ক্রিকেটারদের মাঠে রাখতে চায় বিসিবি। তবে এখন পর্যন্ত ক্যাম্প ছাড়া কোনো কিছুই চূড়ান্ত নয়।

Exit mobile version