নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে ৯০ রানের হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে সুপার সিক্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৮ম ওভারে। দিলারা আক্তার ২৮ বলে ৬ চার, ১ ছয়ে ৩৯ রানে বিদায় নেন। ২২ বলে ১ চার, ১ ছয়ে ২২ রান করা জুয়াইরিয়া ফেরদৌস পরের ওভারেই সাজঘরে ফেরেন।
শারমিন আক্তার ১০ বলে ১৫ করে রানআউট হন। অবশ্য ১১ ওভারে তখন ৩ উইকেটে রান ৮৬। বিশাল সংগ্রহের ভিত সেখান থেকেই গড়ে উঠেছে। চতুর্থ উইকেটে ১০০ রানের দুর্দান্ত একি জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।
শেষ ওভারে সোবহানা ২৩ বলে ৭ চার, ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন। আর নিগার সুলতানা জ্যোতি ৩৫ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ।
এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাব দিতে নেমে স্কটল্যান্ডের মেয়েরা এক সময় মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে।
পরে ম্যাগান ম্যাককল ২২ বলে ২ চারে ২০ ও পিপা স্প্রাউল ২৩ বলে ৩ চারে অপরাজিত ২৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করতে পেরেছে তারা।
বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৫ রানে ৩টি এবং স্বর্ণা আক্তার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল- ১৯১/৫; ২০ ওভার (জ্যোতি ৫৬*, সোবহানা ৪৭, দিলারা ৩৯; ক্যাথরিন ১/৩৯, প্রিয়ানাজ ১/৪০, অ্যাবেল ১/৪৪)।
স্কটল্যান্ড নারী দল- ১০১/৯; ২০ ওভার (স্প্রাউল ২৭*, ম্যাককল ২০; মারুফা ৩/২৫, স্বর্ণা ২/১৩)।
ফল : বাংলাদেশ নারী দল ৯০ রানে জয়ী।
ম্যাচসেরা : নিগার সুলতানা জ্যোতি।
