প্রথমবারের মতো সাফ থাইল্যান্ডে আয়োজন করছে ফুটসাল। আজ পুরুষ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ব্যাংককে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটসাল দল এদিন গ্যালারিতে থেকে খেলা উপভোগ করেছেন। আগামীকাল মেয়েরা মাঠে নামবেন ভারতের বিপক্ষেই।
বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রীড়াঙ্গন এখন বেশ উত্তপ্ত। কারণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেই সফরে ভিন্ন এক ক্রীড়া প্রতিযোগিতায় দুই দেশের লড়াই হয়েছে থাইল্যান্ডে।
ফুটসালে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হওয়াতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দু’বার লিড নিয়েছিল। নবম মিনিটে মঈন আহমেদের গোলে বাংলাদেশ ম্যাচে প্রথমবার এগিয়ে যায়। মাত্র ৩ মিনিট পরেই সমতায় ফেরে ভারত।
১৬তম মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত গোল করলে স্কোরলাইনে আবার ২-২ সমতা আসে।
দ্বিতীয়ার্ধে ঘটে উল্টো ঘটনা। ভারত দুবার লিড নেয়। বাংলাদেশ সমতা আনে। ম্যাচের ২৭ মিনিটে ভারত গোল করে এগিয়ে যাওয়ার ৪ মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মঈন আহমেদ।

৩৬ মিনিটে ভারত গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে, পরের মিনিটেই ভারতের ডিফেন্ডারের পা থেকে বল ছুটলে বাংলাদেশের অধিনায়ক রাহবার খান দারুণ দক্ষতায় কেড়ে নিয়ে জোরালো শটে গোল করে সমতা ফেরান।
ম্যাচের শেষ তিন মিনিটে দুদলই গোলের সুযোগ মিস করেছে। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারত। আবার বাংলাদেশের ফরোয়ার্ডের নেয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের গা ঘেঁষেৃ বের হওয়ায় ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।
আগামীকাল নারী সাফ ফুটসালেও মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দুই টুর্নামেন্টেই সাফের ৬টি দেশ অংশগ্রহণ করছে। রবিন লিগ পদ্ধতির এই আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














