বিজয়ের মাসেই বাংলাদেশের যুবাদের হাত ধরে এসেছে দুটি এশিয়া কাপের ট্রফি। টানা দুইবার ভারতকে উড়িয়ে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি আজিজুল হাকিম তামিমের দলের সামনে।
এই লক্ষ্য নিয়েই বুধবার সকালের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে যুবারা। এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিমের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এবারের যুব এশিয়া কাপে দুই গ্রুপে মোট ৮টি দল খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
১২ ডিসেম্বর পর্দা উঠবে এবারের যুব এশিয়া কাপের। পরদিন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মুখোমুখি হবে আজিজুলের দল। ২০২০ সালে যুব বিশ্বকাপ জেতে আকবর আলীর বাংলাদেশ। ২০২৩ সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জেতেন যুবারা। গত বছর ২০২৪ সালে আজিজুল হাকিমের নেতৃত্বেই বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় শিরোপা।
আপাতত এশিয়া কাপের দল ঘোষণা করা হলেও এটিই মূলত বিশ্বকাপের দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিম অবশ্য বিশ্বকাপের প্রস্তুতির চেয়ে বড় করে দেখছেন এশিয়া কাপের শিরোপা জেতাকে। এশিয়া কাপ নিয়ে তিনি বলেন,‘ টানা দুইবার আমরা শিরোপা জিতেছি। এবার জিততে পারলে সেটি আমাদের জন্য বিশেষ কিছু হবে। আর যদি শিরোপা জিততে পারি এমনিতেই বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যাবে। আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা।
পারফরম্যান্স করতে পারলে শুধু এশিয়া কাপ নয় বিশ্বকাপও জেতা সম্ভব। ২০২০ সালে আকবর ভাইদের পর আমরা বিশ্বকাপ জিততে পারিনি, এবার সেটা করবো ইনশাল্লাহ।’
এশিয়া কাপে বাংলাদেশ দলঃ আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসীর, শেখ পারভেজ, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ
স্ট্যান্ডবাই: রাফি উজ জামান, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশিস সরকার।
