বাংলাদেশের ফুটবল কাঠামোকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি এক যাত্রায় নামল বাফুফে। দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম আগামী দশ বছর বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করবে। আজ বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, এত দীর্ঘমেয়াদি পার্টনার তাদের ইতিহাসে এই প্রথম। তার মতে, স্থায়িত্ব ও শক্তির ওপর যে নীতি বিএসআরএম অনুসরণ করে, তা ফুটবল উন্নয়নের ভাবনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ।
বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমিরু হুসেন জানান, বিশ্বজুড়ে ফুটবল নাম্বার ওয়ান খেলা, আর নির্মাণ খাতে তারা যেমন শীর্ষে থাকতে চান, তেমনি চান দেশের ফুটবলেও ধারাবাহিক উন্নতি আসুক। নারী-পুরুষ দুই জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স তাদের আশাবাদী করেছে।
যদিও বাফুফে নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, চুক্তিটি পাঁচ বছর পর পর্যালোচনা করা হবে। প্রথম পাঁচ বছর বাফুফে একটি নির্দিষ্ট অর্থ পাবে। তবে বিএসআরএম কোথায় কীভাবে সহায়তা করবে, তা চূড়ান্ত হবে আগামী সপ্তাহে আলোচনার পর।
ফেডারেশনের ব্যাকগ্রাউন্ড রঙ বদলানো থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিক মঞ্চে বিএসআরএমের লোগো ব্যবহার—সবই থাকবে চুক্তির আওতায়। তবে স্টিল বা নির্মাণ খাতের প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানের লোগো এসব জায়গায় জায়গা পাবে না।
এই সহযোগিতা যদিও ফুটবলারদের ক্লাব পর্যায়ের আর্থিক সংকট দূর করবে না, কারণ ক্লাবগুলো আলাদা মালিকানাধীন। ফাহাদ করিম স্পষ্ট করেছেন, বিএসআরএম বাফুফের আয়োজন ও উন্নয়ন প্রকল্পেই সহায়তা দেবে, ক্লাব বা একাডেমিতে নয়।
দশ বছরের এই অংশীদারিত্ব ফুটবলের ভীত মজবুত করতে কতটা সফল হয়, এখন তাকিয়ে থাকার পালা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















