বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটারের অভাব রয়েছে – মঈন আলী

বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটারের অভাব রয়েছে - মঈন আলী

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

বিশ্বমানের ক্রিকেটার সংকটে বাংলাদেশ দল

বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটারের অভাব রয়েছে – মঈন আলী , বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটার থাকলেও বিশ্বমানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটে আগে ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার থাকলেও এখন আর নেই। বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছে শনিবার এমনটাই বলেছেন মঈন।

বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটারের অভাব রয়েছে – মঈন আলী । ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কথা টেনে আনেন মঈন। তার মতে, তামিম-সাকিব দুজনই ছিলেন মানসিকভাবে শক্ত এবং বিশ্বমানের ক্রিকেটার। এমন দুজন খেলোয়াড়কে দীর্ঘদিন দলে পাওয়ায় বাংলাদেশকে ভাগ্যবানও মনে করেন তিনি।

এছাড়া মঈন বলেন, ‘আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব – তামিম, দুজনেই বড় মাপের ছিলেন। শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিলেন। তারা লড়াকু ছিলেন এবং যেভাবে তারা খেলেছে, সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশের বর্তমান ক্রিকেটার নিয়ে তিনি বলেন,‘বাংলাদেশে এখনও ভালো মানের ক্রিকেটার আছে। কিন্তু ওই (সাকিব-তামিম) মানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে। কিন্তু বাংলাদেশের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই।

এছাড়া তিনি বলেন,‘ফিজ বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু সেই সেই সময়ে খেলত। দলে আপনার এমন (সাকিব-তামিমের মতো) ক্যারেক্টার ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে। তারা দুজন (সাকিব-তামিম) মানসিক দিক থেকে বেশ শক্তিশালী ছিলেন।

Exit mobile version