সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের জালে এক ডজন গোল বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ভুটানের জালে এক ডজন গোল বাংলাদেশের। ৪ জাতির টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের তরুণীরা জয় তুলে নিয়েছে ১২-০ গোলে। নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে মুনকি আখতার একাই দিয়েছেন ৪ গোল।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরও দুজন-তৃষ্ণা রানি ও আলপি আক্তার। একটি করে গোল পেয়েছেন মামোনি চাকমা ও অর্পিতা বিশ্বাস। একতরফা ম্যাচে বাংলাদেশের গোলের খাতা খুলতে লেগে যায় ২৮ মিনিটি। মামোনি ডেডলক ভেঙে দেওয়ার পর প্রথমার্ধের শেষাংশ হতে শুরু হয় গোলবৃষ্টি। তৃষ্ণা হ্যাটট্রিকের একটি গোল করেন, জোড়া গোলের দেখা পান ৪ গোল করা মুনকি।

এছাড়া ৪৩ মিনিটে প্রথম গোল করা তৃষ্ণা হ্যাটট্রিক করে ফেলেন ম্যাচের ৬০ মিনিটের মধ্যে। এরপর আলপি ও মুনকির ঝড়। মুনকি শেষের দুটি গোল করেন ম্যাচের ৮১ ও ৯০+৩ মিনিটে। আলপি তার তিনটি গোল করেন ৭৩, ৮৬ ও ৯০+৫ মিনিটে। অর্পিতার গোলটি যোগ সময়ের চতুর্থ মিনিটে।

বাংলাদেশের শুভসূচনাটি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি অতীত ইতিহাসও উজ্জ্বল। তারা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্য এটা বললে কিছুটা অবিচারই হয়ে যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আগের ৬ আসরের মধ্যে ৫ বারই শিরোপা জিতেছে। এরমধ্যে ২০২৪ সালে হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন।

Exit mobile version