যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ । জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে বৃহস্পতিবার ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

চলতি যুব বিশ্বকাপে অভিজ্ঞতায় বাংলাদেশের কাছাকাছি নেই কোনো দল। প্রস্তুতিতে ঘাটতি নেই বললেই চলে। কন্ডিশন ও উইকেটও চেনা। অপেক্ষা এবার আসল সময়ে মূল লড়াইয়ে সবকিছুর ছাপ রাখা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের ফেভারিট দলগুলির একটি ভারত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ষোড়শ আসর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে শুরু হয়েছে বৃহস্পতিবার। গত জুলাই-অগাস্টে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এখনও টাটকা। তবে শুধু সেই সিরিজই নয়, গত দুই বছরে টানা খেলার মধ্যে ছিল এই দলটি।

বয়সভিত্তিক দলের নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার এহসানুল হক টুর্নামেন্ট শুরুর আগের দিন বুলাওয়ায়ো থেকে বিসিবির ভিডিও বার্তায় বললেন, বাংলাদেশের তো পরিকল্পিত প্রস্তুতি আর কোনো দলের তিনি দেখেননি।

Exit mobile version