ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি। আজ শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেরা ৩২- এর লড়াইয়ে ভারতের ভেংকট সানী নাগা-সাই প্রুধভি সারানাম জুটিতে সরাসরি ২১-৮ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা।
রিয়াদুল-তনয়ের আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে এটাই সেরা সাফল্য। তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সেখানে নিজেদের সেরা সাফল্যকে স্পর্শ করতে পেরে দারুণ খুশি খুলনার ছেলে রিয়াদুল-তনয়। কারণ কিছুদিন আগেই ভারতীয় জুটির কাছে হেরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন তারা।
ম্যাচশেষে তনয় সাহা বলেন, ‘আমরা পাঁচ বছর ধরে জুটি বেঁধে এক সঙ্গে খেলছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আমাদের সাফল্যের পেছনে রাজু স্যারের অবদান সবচেয়ে বেশি। রাজু স্যারের মতো ভালোমানের একজন কোচ পেয়ে আমরা ধন্য। আরও ধন্যবাদ দিতে চাই ইলোরা শাটলার একাডেমিকে।’
রিয়াদুল ইসলাম বলেন, ‘আগের দুটি আন্তর্জাতিক আসরে আমরা ভালো করতে পারিনি। কিš‘ আন্তর্জাতিক এই সিরিজ টুর্নামেন্টের শেষ ষোলাতে উঠতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের সামনে একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’
এককেও দুটি জয় দেখেছে বাংলাদেশ। তারকা শাটলার খন্দকার আব্দুস সোয়াদ ইরানের সৈয়দ আরমিন জাকিকে তিন সেটের লড়াইয়ে ২১-১৭, ১৭-২১ ও ২২-২০ পয়েন্টে হারিয়েছেন। জয় পেয়েছেন স্বাগতিক দলের চিং মং মারমাও। থাইল্যান্ডের পান্নাচি বোমমাককে ২১-১৫, ১১-২১ ও ২২-২০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তিনি।
অবশ্য পুরুষ এককে আল আমিন জুমার, আইমান ইবনে জামান, গৌরব সিংহের মতো বড় নামগুলো নিজ নিজ খেলায় হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। এছাড়া সিফাত উল্লাহ গালিব, মো. রতন, আব্দুল হামিদ লুকমান, রবিউল ইসলাম রিপন পরাজিত হয়েছেন।
এককের মতো সিফাত ব্রাদার্স দ্বৈতেও হেরেছেন (সিফাত উল্লাহ-সিবগাত উল্লাহ)। নারী এককে বড় নাম ঊর্মি আক্তারও মালয়েশিয়ার লিম ঝি শিনের কাছে ২১-৬ ও ২১-৯ পয়েন্টে হেরে হতাশ করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















