পিএসএলের কারণে দুইভাগে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পিএসএলের কারনে দুইভাগে হবে বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

বাংলাদেশ- পাকিস্তান ম্যাচের টসের ছবি। ছবি; কালেক্টেড

আন্তর্জাতিক সূচির টানাপোড়েনে নতুন সমাধান খুঁজছিলো বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) সঙ্গে সময়সূচি মিলে যাওয়ায় আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজটি একটানা না হয়ে দুই ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসএলের আগে এবং পরে দুইভাগে হবে বাংলাদেশ- পাকিস্তান সিরিজ ।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, পাকিস্তানের এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলমান পিএসএলের সূচি প্রকাশের পরই স্পষ্ট হয়ে যায়, আগের কাঠামোতে সিরিজ আয়োজন সম্ভব নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রস্তাবকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, পিএসএলের আগে এবং পরে ভাগ করে সিরিজ আয়োজনের দিকেই এগোচ্ছে দুই বোর্ড।

ফাহিম বলেন,

পিএসএলের কারণে সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। তাই টুর্নামেন্টের আগে ও পরে দুই ধাপে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, সিরিজের মোট ম্যাচ সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে কোন ফরম্যাটের ম্যাচ আগে অনুষ্ঠিত হবে, ওয়ানডে না টি-টোয়েন্টি তা এখনো চূড়ান্ত হয়নি। দুই বোর্ডের আলোচনার পর নতুন সূচি ঘোষণা করা হবে।

সব মিলিয়ে, সময় বদলালেও সিরিজের গুরুত্ব বা পরিধিতে কোনো কাটছাঁট হচ্ছে না।

Exit mobile version