নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল যাচ্ছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে।
টি-২০ বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। অথচ আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমোদন সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাসেও প্রেরণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম একজন শুটার ও শুটিং কোচকে অনুমতি দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, ‘শুটিং ফেডারেশনকে আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা অনুমতি প্রদান করেছি।’
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলকে সরকার ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। সেখানেই এখন বাংলাদেশের শুটার কি নিরাপদ? মাহবুব উল আলম বলেন,‘ক্রিকেট ও শুটিংয়ের বিষয়টি ভিন্ন। শুটিং রেঞ্জ একটি সংরক্ষিত জায়গা। শুটিংয়ে জনসম্পৃক্ততাও কম। শুটিংয়ে নিরাপত্তা নিয়ে ইস্যু হয়নি এবং আয়োজকরা বাংলাদেশের শুটারদের নিরাপত্তা নিশ্চিতও করেছে।’
২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল/পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বিগত আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। এবার শুধুমাত্র রবিউলকে পাঠাচ্ছে ফেডারেশন। তার সঙ্গে একজন কোচ যাচ্ছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















