অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের , আজ বুলাওয়েতে ভারত অনূর্ধ্ব-১৯ দলের কাছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ রানে হারে বাংলাদেশের যুবারা।
বৃষ্টির কারণে বিলম্বে ম্যাচ শুরু করা হয় ৪৯ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় যুবারা বেশ বিপাকে পড়ে দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের তোপে। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
অভিজ্ঞান কুন্ডু ১১২ বলে ৪ চার, ৩ ছয়ে ৮০ ও বৈভব সূর্যবংশী ৬৭ বলে ৬ চার, ৩ ছক্কায় ৭২ রান করেন। ফাহাদ ৯.২ ওভারে ১ মেডেনে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন। ইকবাল ও আজিজুল হাকিম তামিম ২টি করে উইকেট নেন।

জুটি গড়ে বৃষ্টির পর ভাঙন
জবাব বাংলাদেশ প্রথম ওভারেই জাওয়াদ আবরারকে (৫) হরালেও দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন রিফাত বেগ ও আজিজুল। ৩৭ বলে ৪ চার, ১ ছয়ে ৩৭ রানে সাজঘরে ফেরেন রিফাত। বাংলাদেশের যুবারা ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান তোলার পর বৃষ্টি নামে। পরে ২৯ ওভারে বাংলাদেশের লক্ষ্য স্থির করা হয় ১৬৫ রান। আজিজুল হাফ সেঞ্চুরি করে ৭২ বলে ৪ চার, ১ ছয়ে ৫১ রানে আউট হওয়ার পর ধস নামে।
বিহান মালহোত্রার স্পিনে উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের ব্যাটাররা। পরবর্তী ৪.৩ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।
বাংলাদেশের ৬ ব্যাটার পৌঁছুতে পারেননি দুই অঙ্কে। বৃষ্টির পর ৭০ বলে বাকি ৭৫ রান করতে পারেনি বাংলাদেশের যুবারা। ৬৭ বলে ৫৬ রান এবং হারিয়েছে ৮ উইকেট। বিহান মালহোত্রা ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া খিলান প্যাটেল নেন ৩৫ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ : ২৩৮/১০; ৪৮.৪ ওভার (অভিজ্ঞান ৮০, সূর্যবংশী ৭২, কনিষ্ক ২৮; ফাহাদ ৫/৩৮. আজিজুল ২/৪২, ইকবাল ২/৪৫)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (টার্গেট ২৯ ওভারে ১৬৫) : ১৪৬/১০; ২৮.৩ ওভার (আজিজুল ৫১, রিফাত ৩৭, রিজন ১৫; বিহান ৪/১৪, খিলান ২/৩৫)।
ফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল বৃষ্টি আইনে ১৮ রানে জয়ী।
ম্যাচসেরা : বিহান মালহোত্রা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















