বাংলাদেশ টি – টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না । নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে না, এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষ্য, সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কোনো প্রস্তাব না দেওয়ায় বাস্তবতা দাঁড়িয়েছে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা হচ্ছে না।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, যে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরিস্থিতি পরিবর্তন না হওয়ায় অবস্থানও বদলায়নি। সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে আইসিসি সুবিচার করেনি, এমন মন্তব্য করে তিনি বলেন, তারা ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন। তবে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
উপদেষ্টার বক্তব্যের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, তারা এখনও চান বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক এবং এ দাবিতে চেষ্টা চালিয়ে যাবেন। তাঁর দাবি, গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে সরকারের সঙ্গে আলোচনা করে ভারতের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে একদিন সময় দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই আজ সরকার ও বিসিবি, দুই পক্ষই জানাল, ভারতে গিয়ে খেলা না করার সিদ্ধান্তে তারা অনড়।
বিস্তারিত পরে জানানো হবে ……………..
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















