নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চাপে বাংলাদেশ

নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কাছে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। আজ বুলাওয়েতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চাপে বাংলাদেশ । বৃষ্টির কারণে ১০ ওভার পর খেলা হয়নি। ফলে সুপার সিক্সে ওঠার জন্য শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে হবে বাংলাদেশ দলকে।

শনিবার যুব বিশ্বকাপের অভিযান শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেদিন বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ডার্কওয়াথ-লুইস মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। ম্যাচটি বৃষ্টির কারণে বিলম্বে শুরু হয়। পরে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। টস জিতে আগে কিউই যুবাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১১ রানেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমনের পাওয়া সেই সাফল্য অবশ্য ধরে রাখতে পারেনি তারা। ১০ ওভারেই ১ উইকেটে ৫১ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ওপেনার আরিয়ান মান ৩৬ বলে ৩ চারে ২০ রানে ও অধিনায়ক টম জোন্স ১৮ বলে ১ ছয়ে ১৬ রানে অপরাজিত থাকেন।

‘বি’ গ্রুপে ২ ম্যাচ শেষে ভারত ৪, নিউজিল্যান্ড ২ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ১ পয়েন্ট করে অর্জন করেছে। সুপার সিক্স খেলার জন্য বাংলাদেশকে শেষ গ্রুপ ম্যাচে ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে।

অবশ্য পয়েন্ট ভাগাভাগি হলে নেট রানরেটে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ উঠবে সুপার সিক্সে।

Exit mobile version