পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর তথা বাংলাদেশ – পাকিস্তান সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূচিতে থাকা সিরিজ আদৌ নির্ধারিত সময়ে হবে কি না, সেই প্রশ্নই এখন সামনে। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। সফরে ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট, সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। কিন্তু বিভিন্ন সূত্রের ইঙ্গিত, এই সিরিজ মার্চ-এপ্রিল উইন্ডোতে আর হচ্ছে না।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, মূল বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান সুপার লিগ। রোববার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের ১১তম আসরের সূচি ঘোষণা করেছেন। ২৬ মার্চ শুরু হয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি চলবে ৩ মে পর্যন্ত। এই সময়ের সঙ্গে বাংলাদেশ সফরের সাংঘর্ষিক হওয়ার কারণেই সিরিজ পেছানোর চিন্তাভাবনা চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, সূচি বদলালেও ম্যাচের সংখ্যা কমানো হবে না। বিসিবির ওই সূত্রের ভাষায়, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং নতুন করে সময় ঠিক করা হবে। উপযুক্ত উইন্ডো চূড়ান্ত হলেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সূত্রটি আরও জানিয়েছে, প্রয়োজনে ওয়ানডে ও টি-টোয়েন্টির সময়সূচিতে সামঞ্জস্য আনা হতে পারে। পিসিবির সঙ্গে আলোচনা করেই পুরো সফরের নতুন কাঠামো ঠিক করা হবে।
সবশেষ জুলাইয়ে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিন ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এবারও মাঠের লড়াই নিয়ে আগ্রহ কম নয়। শুধু প্রশ্ন একটাই, মার্চ-এপ্রিল নয়, ঠিক কোন সময়ে সেই লড়াইয়ে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















