শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা , সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে এখন বাংলাদেশ নারী ফুটসাল দল।
ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। ১২ মিনিটে প্রথম গোল হজম করে তারা। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শ্রীলঙ্কা। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাঈদ খোদারাহমির শিষ্যরা।

১৮ মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিখুঁত শটে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথমার্ধের শেষ মিনিটে আবারও কৃষ্ণার কাটব্যাক থেকে গোল করে সমতা ফেরান সাবিনা (২-২)।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৮ মিনিটে সাবিনার কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়ার নিখুঁত প্লেসিং শটে লিড নেয় দল (৩-২)। ৩৫ মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় ব্যবধান বাড়ান কৃষ্ণা (৪-২)।
৩ মিনিট পর সাবিনার ক্রসে গোলকিপারের সেভের পর ফিরতি বলে মাসুরা পারভীন লক্ষ্যভেদ করেন (৫-২)। শেষ মিনিটে সাবিনার বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের বড় জয় (৬-২) নিশ্চিত করেন কৃষ্ণা।
ভারতকে ৩-১ ও নেপালকে ৩-০ গোলে হারালেও বাংলাদেশের মেয়েরা ভুটানের সঙ্গে ড্র করেছে। পরের ম্যাচে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে শীর্ষে থাকা বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















