টানা তিন জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

টানা তিন জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা ( বাংলাদেশ নারী ক্রিকেট দল )। এর ফলে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়া নারী ক্রিকেট দলকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৪৪ রানেই ৩ উইকেট হারালেও গতি বেশ ভালো ছিল বাংলাদেশের। দিলারা আক্তার ১৭ বলে ৪ চার, ১ ছয়ে ২৫ রানে আউট হন। এরপর ৪৬ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা।

সোবহানা ২৩ বলে ১ চার, ২ ছক্কায় ২৭ রান করে আউট হলে চতুর্থ উইকেট জুটি ভেঙে যায়। ১৬তম ওভারে জ্যোতিও ২৯ বলে ৩ চারে ২১ রান করে বিদায় নেন। এরপর স্বর্ণা আক্তার ১৮ বলে ২ চারে ২৩ রান করেন।

বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। সিলভিয়া শিহেপু ও সাইমা তুহাদেলেনি ২টি করে উইকেট নেন।

টানা তিন জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা । ছবি: সংগৃহীত

জবাবে নেমে নামিবিয়া নারী দল উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ২০ রান তুলে ফেলে। কিন্তু এরপর বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা এবং দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঘূর্ণিতে বিপর্যস্ত হয় নামিবিয়া।

শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। ওপেনার ও অধিনায়ক সুনে উইটমান ২৪ বলে ১ চার, ১ ছয়ে সর্বোচ্চ ১৯ রান করেন। সানজিদা ৪ ওভারে ১ মেডেনে ১৪ রান দিয়ে ৪টি, রাবেয়া ৪ ওভারে ১ মেডেনে ৫ রান দিয়ে ৩টি ও ফাহিমা ৩.৫ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল- ১৪৪/৭; ২০ ওভার (সোবহানা ২৭, দিলারা ২৫, স্বর্ণা ২৩, জ্যোতি ২১; সিলভিয়া ২/২১, সাইমা ২/৩৪)।

নামিবিয়া নারী দল- ৬৪/১০; ১৭.৫ ওভার (উইটমান ১৯, গোরাসেস ১২; সানজিদা ৪/১৪, রাবেয়া ৩/৫, ফাহিমা ৩/১২)।

ফল : বাংলাদেশ নারী দল ৮০ রানে জয়ী।

ম্যাচসেরা : সানজিদা আক্তার মেঘলা।

Exit mobile version