বাংলাদেশি অধিনায়করা বেশি আবেগপ্রবণ – মঈন

বাংলাদেশি অধিনায়করা বেশি আবেগপ্রবণ - মঈন

বাংলাদেশি নেতৃত্ব নিয়ে বিস্মিত মঈন। ছবি: সংগৃহীত

মিরাজের নেতৃত্ব দেখে যা বললেন মঈন আলী

বাংলাদেশি অধিনায়করা বেশি আবেগপ্রবণ – মঈন আলী। ইংলিশ ক্রিকেটার বিপিএলে সিলেট টাইটান্সের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজের নেতৃত্বগুণ নিয়ে তার পর্যবেক্ষণ ছিল বেশ আলোচনামূলক। সিলেটের পক্ষেই খেলছেন মঈন। শনিবার সিলেটে এসব কথা বলেন তিনি।

মিরাজকে অধিনায়ক হিসেবে কেমন দেখেন-এমন প্রশ্নের জবাবে মঈন বলেন, মিরাজ একজন ভালো অধিনায়ক হওয়ার সব গুণই রাখে। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগ বা নিয়মিত দল পরিচালনার ক্ষেত্রে সে এখনো তুলনামূলকভাবে অনভিজ্ঞ, তবুও ভবিষ্যতে তাকে একজন সফল অধিনায়ক হিসেবে দেখার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।

মিরাজের অলরাউন্ডার হওয়াটাকে বড় প্লাস পয়েন্ট হিসেবেই দেখছেন মঈন। তার মতে, যারা ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারে, তারা সাধারণত দলের নেতৃত্ব ভালোভাবে সামলাতে পারে। শনিবার সংবাদ সম্মেলনে মঈন বলেন, “ভালো। সে তরুণ। ফ্র্যাঞ্চাইজি লিগ বা দল নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এখনো একটু অনভিজ্ঞ। কিন্তু আমার মনে হয়, সে খুব ভালো ক্যাপ্টেন হতে পারে। সে অলরাউন্ডার। ব্যাটিং আর বোলিং দুটোই পারে। এ ধরনের খেলোয়াড় সাধারণত দল নেতৃত্ব দিতে পারে।

বাংলাদেশি অধিনায়করা বেশি আবেগপ্রবণ – মঈন আলী। ছবি: সংগৃহীত

তবে প্রশংসার পাশাপাশি বাংলাদেশি অধিনায়কদের একটি বৈশিষ্ট্যের কথাও তুলে ধরেছেন এই ইংলিশ তারকা। মঈনের ভাষায়, বাংলাদেশে অধিনায়করা বেশ আবেগপ্রবণ। খেলাটার সঙ্গে তারা খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, যা তিনি ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং দেশের ক্রিকেট সংস্কৃতির অংশ হিসেবেই দেখছেন। এছাড়া মঈনের ভাষ্যমতে,‘তবে বাংলাদেশে আমি যেটা দেখেছি, অধিনায়করা সবাই বেশ আবেগপ্রবণ। খেলাটার সঙ্গে তারা অনেক বেশি আবেগে জড়িয়ে পড়ে।

এছাড়া মঈন বলেন,‘হ্যাঁ, সবাই-ই। সব অধিনায়কই। এমন কেউ নেই যে আবেগপ্রবণ না। টিভিতে দেখলেই বোঝা যায়-প্রতিটি দল, বাংলাদেশের প্রতিটি ক্যাপ্টেন কোনো না কোনো সময় নিজের খেলোয়াড়দের ওপর চিৎকার করছে।

Exit mobile version