অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপার অন্যতম দাবিদার তারা। অথচ গ্রুপ পর্ব পার হওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বাংলাদেশের বাঁচা – মরার লড়াই আজ কোনো পয়েন্ট না পেলে শূন্য হাতে ফিরতে হবে। এমন ম্যাচে হারারেতে বাংলাদেশের সামনে আজ বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বে আগের দুই ম্যাচ থেকে বাংলােদেশের সংগ্রহ ১ পয়েন্ট।সমান পয়েন্ট যুক্তরাষ্ট্রেরও। তবে রান রেটে বাংলাদেশ ভালো অবস্থানে থাকায় তৃতীয় স্থানে রয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায়। পরের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়।
বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের তিনটি দল সুপার সিক্সে খেলবে। ‘সি’ ও ‘ডি’ গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে এবং ‘ডি’ গ্রুপ থেকে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে।
আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা। ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
