আফগান যুবাদের হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়

জাওয়াদের ৯৬ রানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে হওয়া ম্যাচে ওপেনার জাওয়াদ আবরার সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ৪ রানের জন্য। তবে দল জিতেছে যুব এশিয়া কাপে ৩৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ায়।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৮৩ রান। ওয়ানডাউনে নেমে ফয়সাল শিনোজাদা সেঞ্চুরি হাঁকান। তিনি ৯৪ বলে ৮ চার, ৪ ছক্কায় ১০৩ রান করেন। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৫৫ বলে ১ চার, ২ ছয়ে ৪৪ ও আজিজউল্লাহ মিয়াখিল ৩৬ বলে ২ চার, ২ ছয়ে ৩৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। জবাব দিতে নেমে ৪৮.৫ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান তুলে জয় পায় বাংলাদেশের যুবারা। উদ্বোধনী জুটিতেই জাওয়াদ আবরার ও রিফাত বেগ ১৫১ রানের জুটি গড়েন। এতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

উদ্বোধনী জুটিতেই ১৫১ রান করে বাংলাদেশের যুবারা

রিফাত বেগ ৬৮ বলে ৫ চার, ২ ছয়ে ৬২ রানে বিদায় নেন। তবে জাওয়াদ এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে ৩১তম ওভারে ১১২ বলে ৯ চার, ৬ ছক্কায় ৯৬ রানে আউট হন তিনি। ৪ রানের জন্য মিস করেন সেঞ্চুরি।

তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন কালাম সিদ্দিকী এলিন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে দু’জন দ্রুত সময়ের ব্যবধানে আউট হয়ে যাওয়ার পর স্বল্প সময়ে আরও কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল ৪৮ বলে ২ চার, ৩ ছয়ে ৪৭ ও কালাম সিদ্দিকী ৩৬ বলে ৫ চারে ২৯ রান করেন। খাতির স্ট্যানিকজাই ও রুহুল্লাহ আরব ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল- ২৮৩/৭; ৫০ ওভার (শিনোজাদা ১০৩, উজাইরউল্লাহ ৪৪, আজিজউল্লাহ ৩৮; শাহরিয়ার ২/৪৩, ইকবাল ২/৬৩)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ২৮৪/৭; ৪৮.৫ ওভার (জাওয়াদ ৯৬, রিফাত ৬২, আজিজুল ৪৭; খাতির ২/৪৬, রুহুল্লাহ ২/৪৮)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: জাওয়াদ আবরার।

Exit mobile version