হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। সোমবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে শীর্ষে ওঠে বাংলাদেশের যুবারা। তখনই সেমির পথ সুগম হয়। ওই গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই দিনে শ্রীলঙ্কার যুবারা ২ উইকেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারায়। ফলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশেরও সেমি নিশ্চিত হয়ে যায়।
এবার যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে রেকর্ড রান তাড়া করে ৩ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। আজ দ্বিতীয় ম্যাচে তারা ৭ উইকেটে বিধ্বস্ত করে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে।
তখনও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ শেষ হয়নি। তাই বাংলাদেশের যুবাদের সেমিতে ওঠা সুনিশ্চিত হয়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২ উইকেটের জয় পাওয়াতে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও সেমিফাইনাল নিশ্চিত করে। আফগানরা জিতলে শেষ গ্রুপ ম্যাপ পর্যন্ত অপেক্ষায় থাকতে হতো বাংলাদেশকে।

কিন্তু ‘বি’ গ্রুপের ৪ দলই ইতোমধ্যে ২টি করে ম্যাচ খেলেছে, বাকি আছে একটি ম্যাচ। এই মুহূর্তে ২ ম্যাচেই জিতে ৪ পয়েন্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় শীর্ষে শ্রীলঙ্কা।
আর দুই ম্যাচেই হেরে যাওয়া আফগানিস্তান ও নেপালের পয়েন্ট শূন্য। পরের ম্যাচ জিতলেও তাদের কারও পয়েন্ট ২ হবে। তাই এ দুটি দল ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই। এখন শীর্ষস্থান দখলের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা লড়বে বুধবার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















