উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্বে আর একটা করে ম্যাচ বাকি। এখন পর্যন্ত শুধু মাত্র আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে আরও ছয়টি দল। তবে প্লে অফের ঝুঁকিতে বার্সা – রিয়াল এবং ম্যানসিটি আর বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই সরাসরি শেষ ষোলোতে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে।
বুধবার রাতে ১৮টি ম্যাচে ৩৬টি দল মাঠে নামছে। সেখানেই নিশ্চিত হবে সরাসরি শেষ ষোলোতে যাবে কোন আট দল। শেষ ষোলোর বাকি আট আসনের জন্য নবম স্থান থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল প্লে অফে খেলবে।
সপ্তম রাউন্ড শেষে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়েছে। এ মুহুর্তে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর পনের তম স্থানে জুভেন্টাস। দুই দলের মাঝে পয়েন্টের পার্থক্য মাত্র তিন। এতেই বোঝা যায় কতটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে পয়েন্ট টেবিলে।
রিয়ালের মতো ১৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে লিভারপুল। ১৪ পয়েন্ট টটেনহাম হস্পারের। তারা রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ থেকে ১৩তম স্থান পর্যন্ত দলগুলোর সংগ্রহ ১৩ পয়েন্ট করে। ফলে আজকের ম্যাচের ওপর নির্ভর করে পয়েন্ট টেবিলে বড় ধরণের পরিবর্তন আসতে পারে।
১৩ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ ষোলোতে খেলার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে বার্সেলোনা খেলবে কোপেনহেগেনের বিপক্ষে। আর ম্যানসিটির প্রতিপক্ষ গালাতাসারে। রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে থাকলেও তাদের শেষ আটে থাকা নিশ্চিত নয়। কেননা তাদের প্রতিপক্ষ বেনফিকা। একটু এদিক ওদিক হলে প্লে অফে চলে যেতে হতে পারে রিয়াল মাদ্রিদকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























