উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। বুধবার রাতে স্লাভা প্রাগের বিপক্ষে তারা ঠিকই জয় পেয়েছে, তবে তাতে অস্বস্তি কম ছিল না। প্রথমে গোল হজম করার পর ৪-২ গোলে জয় পেয়েছে তারা। পরে ফারমিন লোপেজের জোড়া গোলে স্বস্তির জয় বার্সার । অন্য দুই গোল করেছেন দানি ওলমো ও রবার্ট লেফানদোভস্কি।
শুরুতে গোল হজম করেছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। শুধু তাই নয়, বিরতির সময় খেলার ফল ছিল ২-২। শেষ পর্যন্ত দানি ওলমো এবং রবার্ট লেফানদোভস্কি যথাক্রমে ৬৩ ও ৭০ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন।
প্রথমার্ধে ৩৪ ও ৪২ মিনিটে জোড়া গোল করে ফারমিন লোপেজ প্রথম ধাক্কা সামাল দেন। নিজেদের মাঠের খেলায় স্লাভিয়া প্রাগের ভাসিল কুসেজ দশম মিনিটে গোল করে বার্সেলোনাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন। বিরতির আগে রবার্ট লেফানদোভস্কি নিজেদের জালে জড়িয়ে সমর্থকদের হতাশায় ফেলে দেন। শেষ পর্যন্ত দলের হয়ে চতুর্থ গোল করে স্বস্তি ফেরান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে আর্সেনাল সাত ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বার্সেলোনার পয়েন্ট ১৩। তারা রয়েছে নবম স্থানে।
