প্লে অফের শঙ্কা ছিল। চতুর্থ মিনিটে ভিক্টর ডাডাসনের গোল সেই শঙ্কা আরো জোরালো করে তুলেছিল। তবে সব শঙ্কা উড়িয়ে বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছে। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় কোপেনহেগেনের বিপক্ষে ৪-১ গোলের জয় স্প্যানিশ ক্লাবটি পয়েন্ট টেবিলে পঞ্চম হয়ে শীর্ষ আটে পৌঁছেছে।
চতুর্থ মিনিটে ভিক্টর ডাডাসন গোল করে বার্সেলোনার সমর্থকদের চমকে দিয়েছিল। মাত্র ১৭ বছর বয়সী ডাডাসনের গোল কোপেনহেগেনের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল। তার এ গোল বার্সেলোনার সরাসরি শেষ ষোলোতে পৌঁছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারতো। ম্যাচের বয়স যতই বাড়ছিল প্লে অফের শঙ্কাটা ততই বাড়ছিল। কেননা প্রথমার্ধে বার্সেলোনা এ গোল পরিশোধ করতে পারেনি।
বয়স ১৮ হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল ডাডাসনের তৃতীয় গোল। তার থেকে ভালো রেকর্ড রয়েছে বার্সেলোনার ইয়ামালের। বয়স ১৮ হওয়ার আগে তার গোলের সংখ্যা ছিল ৫।
তবে দ্বিতীয়ার্ধে সব ভোজবাজির মতো পাল্টে যায়। একের পর এক গোল করে বার্সেলোনার খেলোয়াড়রা সমর্থকদের মুখে হাসি ফোটান। রবার্ট লেফানদোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনহা ও মার্ক রাশফোর্ড গোল করেন।
এই হারের ফলে কোপেনহেগেন টুর্নামেন্ট ছিটকে গেছে। ৩৬ দলের মধ্যে তারা ৩১তম হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















