পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

সুপার কাপ

পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

চ্যাম্পিয়ন বার্সেলোনা , ছবি: সংগৃহীত

চির প্রতিন্দ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপারকাপ জয় করেছে বার্সেলোনা। রবিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনাবার্সেলোনা জয় পেয়েছে ৩-২ গোলে। এ জয়ের মাঝ দিয়ে সুপার কাপে রিয়াল মাদ্রিদের ওপর আধিপত্য ধরে রাখলো বার্সেলোনা।

সুপার কাপ জয়ে আগেই বার্সেলোনা রেকর্ড গড়েছে। রবিবারের জয় তাদের সেই রেকর্ড আরও সমৃদ্ধ হয়েছে। এবার নিয়ে ষোলো বার তারা এ শিরোপা জয় করলো। এর মধ্যে গত চার আসরে তিনবার তারা শিরোপা জয়ের উৎসব করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের সংখ্যা ১৩।

সৌদি আরবে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল সত্যিকার অর্থেই টানটান উত্তেজনার। যদিও শুরুর দিকে সেই উত্তেজনার রেশ মাত্র ছিল না। প্রথমার্ধে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। আর এই চারটি গোল হয়েছিল ৩৬ মিনিটের পর থেকে। তার মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধের ইনজুরি সময়ে।

পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা , জয়সূচক গোল করা রাফিনহা, ছবি: সংগৃহীত

রাফিনহা গোলের সূচনা করেছিলেন। আবার শেষও করেছেন তিনি। ৩৬ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনার সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। তবে তাদের এই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। যখন বিরতির বাঁশির জন্য সবাই অপেক্ষা করছে তখন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনেন।

তবে প্রথমার্ধের নাটক তখনো অনেক বাকি। রিয়াল মাদ্রিদের উৎসব শেষ হতে না হতেই রবার্ট লেফানদোভস্কি গোল করে বার্সেলোনাকে আবার এগিয়ে নেন। রিয়ার মাদ্রিদের সমর্থকদের মুখ থেকে তখন হাসি উধাও। কিন্তু সেই হাসি ফিরিয়ে আনলেন গঞ্জালো গার্সিয়া। তখনো শেষ হয়নি প্রথমার্ধের খেলা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে।

দারুণভাবে খেলায় ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি রিয়াল মাদ্রিদের। রাফিনহা ৭৩ মিনিটে আবার গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। শেষ সময়ে রিয়ার মাদ্রিদ একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের শুরুতেই বার্সেলোনা ফ্রাঙ্কি ডি জংলাল কার্ড দেখে বহিষ্কৃত হন। বদলি হিসেব খেলতে নামা কিলিয়ান এমবাপ্পেকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তবে একজন বেশি নিয়ে খেলার সুযোগ আর কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এর ফলে ২০১১ সালের পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপার দেখা পায় বার্সেলোনা।

Exit mobile version