ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাবগুলোর একটি বার্সেলোনা। সারা দুনিয়ায়তে এই কাতালান ক্লাবটির কোটি কোটি সমর্থক । এবার গুঞ্জন উঠেছে, এই বার্সেলোনা ক্লাব কিনতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কাতালান ক্লাবটি কিনে নিতে নাকি ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত তিনি।
অবশ্য বর্তমানে বার্সেলোনা বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্লাবটির ঋণের পরিমাণ এখন ২.৫ বিলিয়ন ইউরোরও বেশি। ফলে আর্থিক পরিস্থিতির সুযোগ নিয়ে সৌদি যুবরাজ বিশাল অঙ্কের বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। তবে একে সৌদি আরবের ‘ক্রীড়া কূটনীতি’ বা স্পোর্টস ওয়াশিং কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগেও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করেছে। ১০ বিলিয়ন ইউরোর এই প্রস্তাব যতই লোভনীয় হোক না কেন, বার্সেলোনা বিক্রি করা বাস্তবে প্রায় অসম্ভব। কারণ, বার্সেলোনা কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ ‘সোসিও’বা সদস্য মালিকানাধীন ক্লাব।
তবে হাজার হাজার সদস্যের ভোটের মাধ্যমে ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। ঐতিহ্যগতভাবে তারা কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দিতে রাজি হবেন না। ফুটবল ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, সৌদি আরবের পক্ষে ক্লাবের পূর্ণ মালিকানা নেয়া সম্ভব না হলেও, তারা বার্সেলোনার বাণিজ্যিক খাতে বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে পিআইএফ অর্থ লগ্নী করতে পারলেও ক্লাবের মূল পরিচালনা পর্ষদ বা মাঠের ফুটবলের নিয়ন্ত্রণে তাদের কোনো হাত থাকবে না।
ফলে সৌদি যুবরাজের বার্সেলোনা কেনার বিষয়টি এখনও বাস্তবের চেয়ে গুজব হিসেবেই বেশি বিবেচিত হচ্ছে। অন্যদিকে সৌদি আরবের ফুটবল সম্প্রসারণ ইতিমধ্যেই অপ্রত্যাশিত মাত্রায় পৌঁছেছে। ফুটবল অঙ্গনে সৌদি যুবরাজ বিপুল অর্থ বিনিয়োগ করেছেন এরই মধ্যে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













