বড়দিনের আগে লিড বাড়াল বার্সেলোনা
সামনে বড়দিন আর নতুন বর্ষ। দুটো উৎসবই এবার ভালো কাটবে বার্সেলোনা সমর্থকদের। এমনিতে জয়ে শেষ হয়েছে তাদের বছরটা। তার ওপর চির প্রতিদ্বন্দ্বী দল থেকে বার্সেলোনা চার পয়েন্টে এগিয়ে থাকায় বড় দিনের উৎসবে নতুন মাত্রা যোগ হবে বার্সার সমর্থকদের।
রবিবার রাতে লা লিগায় অ্যাওয়েতে বার্সেলোনা ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে। উভয়ার্ধে একটি গোল পায় তারা। রাফিনহা প্রথমার্ধে এবং লামিনে ইয়ামাল দ্বিতীয়ার্ধে মূল্যবান গোল দুটো করেন। ম্যাচের বেশির ভাগ সময় ভিয়ারিয়ালকে একজন কম নিয়ে খেলতে হয়েছে। নিয়ম বহির্ভূত খেলার অভিযোগ রেনাতো ভেইগা ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন।
একটা সময় তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হারা বার্সেলোনা এ নিয়ে টানা আট ম্যাচে জয় পেয়েছে। অ্যাওয়েতে টানা দুই ম্যাচ হারের পর অ্যাওয়েতে এটা তাদের টানা তৃতীয় জয়। তবে সামনের পথটা বার্সেলোনার জন্য একটু কঠিনই হতে পারে। নতুন বছরের শুরুতে টানা দুই ম্যাচ তাদেরকে অ্যাওয়েতে খেলতে হবে।

১৮ ম্যাচ শেষে বার্সেলোনার বর্তমান পয়েন্ট ৪৬। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২। ভিয়ারিয়াল ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। তবে নিজেদের অবস্থানের উন্নতি করার দারুণ সুযোগ রয়েছে তাদের। কেননা তারা খেলেছে ১৬ ম্যাচ। পরবর্তী দুই ম্যাচে জয় পেলে তারা রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে।
শুরু থেকেই ব্রাজিলিয়ান তারকা রাফিনহা স্বাগতিক দলের জন্য দুঃশ্চিন্তা কারণ হয়ে দাঁড়ায়। একের পর পর আক্রমণ রচনা করতে থাকেন তিনি। অবশেষে তাকে রুখতে অবৈধ পথের আশ্রয় নেয় ভিয়ারিয়াল। আর তাতেই পেনাল্টি থেকে রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শুরুতে রেনাতো ভেইগার লাল কার্ড এবং দ্বিতীয়ার্ধের শুরুতে লামিয়ে ইয়ামালের গোল বার্সেলোনার জয় নিশ্চিত করে দেয়। ৬৩ মিনিটে গোল করেন ইয়ামাল। গত পাঁচ ম্যাচে ইয়ামালের এটা তৃতীয় গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















