সুপারকোপার সেমিতে বার্সার অসাধারণ জয়
আথলেতিক বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপারকোপার টানা চতুর্থ ফাইনালে বার্সেলোনা । বুধবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ফেরান টরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্ডজি ও রাফিনহা গোল করেন। রাফিনহা করেন জোড়া গোল।
স্কোরশিট বলছে একপেশে ম্যাচ। তবে বিলবাওয়ের শুরুটা ছিল বেশ ঈর্ষনীয়। বার্সেলোনাকে চাপের মধ্যে রেখেছিল। তবে দ্রুত চাপমুক্ত হয়ে বার্সেলোনা খেলায় আধিপত্য বিস্তার শুরু করে। ফলে মাত্র ১৬ মিনিটেই বিলবাওয়ের সমর্থকদের মুখের হাসি মিলিয়ে যায়। ১৬ মিনিটে বার্সেলোনা চার গোল করে। ২২ মিনিটে টরেসের গোলে শুরু। ৩৮ মিনিটে রাফিনহার গোলে সেই ১৬ মিনিটের ঝড় শেষ। দ্বিতীয়ার্ধে রাফিনহা আরও একটা গোল করেন।
শিরোপা লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তবে ফুটবল দর্শকদের জন্য আরো একটা এল ক্ল্যাসিকো দেখার সুযোগ হতে পারে। কেননা শিরোপা লড়াইয়ের শেষ ধাপে লড়ার জন্য অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার মুখোুমখি হওয়ার আগে তাদেরকে অ্যাতলেতিকো মাদ্রিদ পরীক্ষায় পাস করতে হবে।
এবার নিয়ে টানা চুতর্থবারের মতো বার্সেলোনা টুর্নামেন্টের ফাইনালে উঠলো। গত তিন আসরে দুইবার তারা শিরোপা জয় করেছে। দুইবারই তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। একবার যে তারা হেরেছে, সে ম্যাচেও প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। আগামী ১১ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
