কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

কোপা দেল রে

গোলের পর বার্সেলোনার খেলোয়াড়রা

আগের দিন নাটকীয়ভাবে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্য সে পথে হাঁটেনি। বৃহষ্পতিবার তারা ২-০ গোলে দ্বিতীয় বিভাগের দল রেসিং সান্তান্দারকে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল পৌঁছেছে। ফেরান টরেস ও লামিনে ইয়ামাল দ্বিতীয়ার্ধে গোল দুটো করেন।

সময়টা বেশ ভালো যাচ্ছে বার্সেলোনার। কয়েকদিন আগে রিয়ার মাদ্রিদকে হারিয়ে তারা সুপার কাপ জয় করেছে। এখন এগিয়ে যাচেছ কোপা দেল রে জয়ের দিকে। গত বছর রিয়াল মাদ্রিদ ফাইনালে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জয় করেছিল বার্সেলোনা।

বার্সেলোনার খেলোয়াড়দের গোল উৎসব

তবে এদিনের ম্যাচটা বার্সেলোনার জন্য মোটেও স্বস্তির ছিল না। হারলেও রেসিং সান্তান্দার কঠিন লড়াই করেছে। বার্সেলোনার সমর্থকদের দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৬৬ মিনিটে ফেরান টরেসের গোলে দুঃশ্চিন্তা দূর হয় বার্সা সমর্থকদের। ফেরমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন তিনি। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামাল করেন দ্বিতীয় গোল।

এর আগে দশম মিনিটে মার্ক রাশফোর্ড গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু তার তৈরি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দানি ওলমো। ছয় গজী এলাকায় তিনি বলের সঙ্গে পায়ের সংযোগ তৈরি করতে পারেননি।

তবে দুর্ভাগ্য বলা যায় স্বাগতিকদের। দুইবার তারা বার্সেলোনা জালে ফেলেও গোলের দেখা পায়নি। দুইবার অফসাইডের কারণে গোল বাতিল হয়। তাছাড়া ইনজুরি সময়ে সুযোগ পেয়ে গোল করতে পারেননি বদলি খেলোয়াড় মানেক্স লোজানো।

Exit mobile version