চির প্রতিন্দ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে সুপারকাপে চ্যাম্পিয়ন বার্সা । রবিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা । বার্সেলোনা জয় পেয়েছে ৩-২ গোলে। এ জয়ের মাঝ দিয়ে সুপার কাপে রিয়াল মাদ্রিদের ওপর আধিপত্য ধরে রাখলো বার্সেলোনা।
সুপার কাপ জয়ে আগেই বার্সেলোনা রেকর্ড গড়েছে। রবিবারের জয় তাদের সেই রেকর্ড আরও সমৃদ্ধ হয়েছে। এবার নিয়ে ষোলো বার তারা এ শিরোপা জয় করলো। এর মধ্যে গত চার আসরে তিনবার তারা শিরোপা জয়ের উৎসব করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের সংখ্যা ১৩।
সৌদি আরবে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল সত্যিকার অর্থেই টানটান উত্তেজনার। যদিও শুরুর দিকে সেই উত্তেজনার রেশ মাত্র ছিল না। প্রথমার্ধে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। আর এই চারটি গোল হয়েছিল ৩৬ মিনিটের পর থেকে। তার মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধের ইনজুরি সময়ে।
রাফিনহা গোলের সূচনা করেছিলেন। আবার শেষও করেছেন তিনি। ৩৬ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনার সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। তবে তাদের এই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। যখন বিরতির বাঁশির জন্য সবাই অপেক্ষা করছে তখন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনেন।