স্প্যানিশ সুপারকোপায় আবার মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বৃহষ্পতিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয় রিয়াল মাদ্রিদের। আগের দিন বার্সেলোনা ৫-০ গোলে আথলেতিক বিলবাওকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল।
আগামী ১১ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা চতুর্থবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফাইনালে মুখোমুখি হচ্ছে। গত তিন আসরের মধ্যে দুইবার শিরোপা জয় করেছে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের হয়ে এদিন গোল করেছেন ফেডেরিকো ভালভার্দে ও রদ্রিগো। ব্যবধান কমান আলেক্সান্ডার সোরলোথ। রিয়াল মাদ্রিদ উভয়ার্ধের শুরুতেই গোল করে। ফেডেরিকো ভালভার্দে দ্বিতীয় মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপা প্রত্যাশা রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল পায় দলটি। ৫৫ মিনিটে রদ্রিগো গোল করার তিন মিনিট পর তা ফিরিয়ে দিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি করেন সোরলোথ। তবে এ পর্যন্ত। পরে আর কোনো দল গোলের দেখা পায়নি।
এ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলেননি। ইনজুরির কারণে তিনি দলের সঙ্গীও হননি। ২০১৯ সাল থেকে স্পেনের এই টুর্নামেন্টটি সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















