আর্সেনালের পর শেষ ষোলো নিশ্চিত বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিশ্চিত করেছে। বুধবার রাতে জার্মান ক্লাবটি নিজেদের মাঠের খেলায় ইউনিয়ন সেন্ট গিলোইসকে ২-০ গোলে হারিয়েছে। উভয় গোল করেছেন হ্যারি কেন।
চ্যাম্পিয়ন্স লিগের আগের তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়া হ্যারি কেন মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে কেন প্রথম গোল করেন। তিন মিনিট পর পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। জোড়া গোলের সুবাদে এ মৌসুমে ২৯ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়ালো ৩৪।
হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন হ্যারি কেন। কিন্তু গোলের সহজ সুযোগ পেয়েও হ্যাটট্রিকের পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। তার পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় অবশ্য বায়ার্ন মিউনিখকে একজন কম নিয়ে খেলতে হয়। কিম মিন জায়ে ৬৩ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এ জয়ের ফলে সাত ম্যাচ থেকে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। তারা রিয়াল মাদ্রিদকে টপকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র তিন।
বায়ার্ন মিউনিখ লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে বুধবার। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ পিএসভি আইন্দহোভেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















