পিছিয়ে পড়েও বড় জয় বায়ার্নের ,বুন্দেসলিগায় শিরোপা নিষ্পত্তি হতে এখনো অনেক দেরি। অর্ধেক পথ শেষ হয়েছে কেবলই। এরই মধ্যে অন্য দলগুলো যেনো শিরোপা লড়াই থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্যের কারণে এমনই অবস্থা বুন্দেসলিগায়। শনিবার রাতে বায়ার্ন মিউনিখ আরবি লিপজিগকে উড়িয়ে আরো একবার শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে। ৫-১ গোলে জয় বায়ার্নের।
বড় জয় সত্ত্বেও স্বল্প সময়ের জন্য হলেও বায়ার্ন মিউনিখের সমর্থকদের মনে হারের শঙ্কাটা জেগে উঠেছিল। ম্যাচের শুরুতে যে গোল তারা হজম করেছিল বিরতির আগ পর্যন্ত তা পরিশোধ করতে পারেনি তারা। তবে বিরতির পর গোলের বন্যা বইয়ে দেন বায়ার্নের খেলোয়াড়রা। এক পর্যায়ে মাত্র ছয় মিনিটে তারা তিন গোল করে।
৮২ মিনিটে জোনাথন টাহ, ৮৫ মিনিটে আলেসান্দার পাভালোভিচ ও ৮৮ মিনিটে মাইকেল ওলিসে গোল করেন। এর আগে সার্জে ন্যাবরি ৫০ মিনিটে ও হ্যারি কেন ৬৭ মিনিটে গোল করেন। হ্যারি কেনের এটি ছিল ২১তম গোল। অন্যদিকে ওলিসের গোলটি ছিল বায়ার্নের হয়ে শততম গোল।
