বিপিএল নিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটারদের সাথে বৃহস্পতিবার রাতে সমঝোতার পর দুঃখ প্রকাশ করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।
এর আগে ১৫ জানুয়ারি দুপুর একটায় শুরু হওয়ার কথা ছিল ঢাকা পর্বে বিপিএলের প্রথম ম্যাচ। স্টেডিয়ামে ঢুকেও খেলা না দেখে ফিরতে হয়েছে বহু দর্শককে। কেউ ঘণ্টার পর ঘণ্টা গ্যালারিতে অপেক্ষা করেছেন, কেউ আবার গেট থেকেই ফিরে গেছেন হতাশ হয়ে। টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকরাও দেখেছেন একটি ক্রিকেটবিহীন দিন।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে বুধবার রাতে কোয়াব ঘোষণা দেয়, বৃহস্পতিবার নির্ধারিত প্রথম ম্যাচের আগে ওই পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখবেন। বিসিবি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে গেলেও ক্রিকেটাররা টিম হোটেল ছেড়ে মাঠে যাননি।
দুপুরের ম্যাচের আগেই দর্শকরা উপস্থিত হয়েছিলেন স্টেডিয়ামে। খেলা দেখতে না পেরে অনেকেই হতাশায় মাঠ ছাড়েন। সন্ধ্যার ম্যাচটি শুরু হতে পারে, এই আশায় অনেক দর্শক গ্যালারিতে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কোনো খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়তে হয় তাদেরও।
পরে রাতে গুলশানে বিসিবি কর্তাদের সঙ্গে কোয়াবের বৈঠক শেষে জানানো হয়, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং শুক্রবার থেকে আবার শুরু হবে বিপিএল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, পরিস্থিতি তাদের জন্যও ছিল অত্যন্ত জটিল।
