ক্লাব সংকটের মাঝেই তামিমকে সাধুবাদ দিলেন ফারুক আহমেদ
ঢাকার ক্লাব ক্রিকেটে যখন অচলাবস্থা চূড়ান্ত রূপ নিচ্ছিল, তখন সবকিছু নতুন মোড় নেয় তামিম ইকবালের সিদ্ধান্তে। শুরুতে অন্যান্য ক্লাবের মতো তিনিও বর্জনের পক্ষে থাকলেও পরে নিজের দলকে মাঠে ফেরানোর মাধ্যমে বিষয়টি নতুন আলোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গে গতকাল মিরপুরে তামিমের প্রশংসা করলেন বিসিবি পরিচালক ফারুক ।
ফারুক জানান, তামিমের সিদ্ধান্তকে বিসিবি স্বাগত জানিয়েছে। তাঁর ভাষায়, তামিম বুঝতে পেরেছেন যে ক্রিকেট বন্ধ থাকলে ক্ষতি হবে শুধু ক্রিকেটার ও দেশের ক্রিকেটেরই। তিনি আরও বলেন বিসিবি তাকে স্যালুট জানায়।
ক্লাবগুলোকে উদ্দেশ্য করে ফারুক বলেন, পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা দেশের ক্রিকেটের ভিত্তি হয়ে আছে। তাই প্রতিবাদ থাকলেও খেলা থামিয়ে রাখলে যে ক্ষতি বাড়বে, সেটি তারা উপলব্ধি করবে বলে আশা করেন তিনি।
এসময় তিনি আরও জানান, ক্লাব লিগ বন্ধ থাকলেও বোর্ড বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পথ খুঁজবে, যাতে খেলোয়াড়রা মাঠে থাকতে পারে। সেক্ষেত্রে বিসিবি আলাদা ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করতে পারে এবং সেই টুর্নামেন্টে খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করতে পারে।
সবশেষে ফারুকের দাবি ছিল পরিষ্কার। ক্রিকেট বন্ধ থাকলে লাভ কারও নয়, ক্ষতি হবে মূলত ক্রিকেটারদেরই। তাই মাঠের খেলা সচল রাখতে ক্লাবগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















