বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ । গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদ থেকেও সরে গেছেন। আজ তিনি বিসিবির কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়নে পরিচালক নির্বাচিত হন। পরে বিসিবির গেম ডেভলপমেন্ট প্রধানের দায়িত্ব পান। বিসিবি সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটের পারিপার্শ্বিক অবস্থায় অসন্তুষ্ট সাদেক। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে মতে অমিল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
ইশতিয়াক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।
ইশতিয়াক কারও সঙ্গে ব্যক্তিগত সমস্যা নিয়ে বলেছেন,‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
আজ বোর্ড সভায়ও উপস্থিত ছিলেন ইশতিয়াক। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে নানা বিতর্ক চলছে। এই অস্থিরতায় আরও দুয়েকজন পদত্যাগ করতে পারে বলে গুঞ্জন উঠেছে।
দু’দিন আগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠায় পদত্যাগ করেন পরিচালক মোখলেসুর রহমান শামীম। আর তামিম ইকবালসহ ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয় ফিন্যান্স কমিটির দায়িত্ব থেকে।
