বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অবস্থায় ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বক্তব্যের পর শুরু হওয়া বিতর্ক ঘিরেই বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ নিয়ে বিসিবির বিবৃতি 

বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এ নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেন,

কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বিসিবির ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। তিনি বলেন,‘এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

Exit mobile version