তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্থানের খবরে স্বব্ধ বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ ডিসেম্বরের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএলের স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি চূড়ান্ত করল বিসিবি ।
বিপিএলের সূচিতে ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ ছিল না। স্থগিত হওয়া ম্যাচ দুটি ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা দুপুর একটায়। পরিবর্তিত ছুটিতে ৩১ ডিসেম্বর দুপুর ৩টায় তা শুরু হবে। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। তবে পরিবর্তিত ছুটিতে তা মাঠে গড়াবে রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বিসিবি।
বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি কৃতজ্ঞতার সাথে এই দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অবদান স্বীকার করছে।
