বিশ্বকাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবির মিটিং

বিশ্বকাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবির মিটিং

বিশ্বকাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবির মিটিং

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবির মিটিং । বিসিবির ভারতে দল না পাঠানোর মেইলের জবাবে আইসিসির সাথে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকরা। সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত এবং টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি, সাথে ভেন্যু সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে বলে জানিয়েছে বিসিবি। 

বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে মিটিংয়ে বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকদের একটি অংশ। যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না তারা জুম মিটিংয়ের মাধ্যমে যোগ দেবেন। আজ, ৭ জানুয়ারি বিকাল ৪টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের অফিসে এই মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ে বিসিবির দাবির জবাবে আইসিসির প্রস্তাবনা নিয়েই আলোচনা হবে। সাথে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে সে ব্যাপারেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ভেন্যু সরানোর ব্যাপারে শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে এগিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিসিবিকে নির্দেশনা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলই। ক্রীড়ার পাশাপাশি আসিফ নজরুল প্রবাসকল্যাণ এবং আইন উপদেষ্টার মত গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বও পালন করছেন।

উপদেষ্টার সাথে মিটিং শেষে আজই আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে। সামনের কয়েকটি দিন বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে, সাথে বিশ্ব ক্রিকেটেও।

Exit mobile version