ভুয়া সংবাদের কারণে থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

ভুয়া সংবাদের কারণে থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

ভুয়া সংবাদের কারণে থানায় জিডি করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ বিপিএলে ফিক্সিং নিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুঞ্জন রটে যায়। তার বিরুদ্ধেও নাকি তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে এমন দাবি করা হয়। তবে সেই সব দাবিকে নাকচ করে দিয়েছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন-এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানানো।’

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানায় জিডি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।’

এতে আরও উল্লেখ রয়েছে, ‘বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও/অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে-যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে।’

Exit mobile version