গণমাধ্যমের ওপর হামলাকে গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিসিবি। গনমাধ্যমের ওপর হামলার বিপক্ষে বিসিবির বিবৃতি দিয়েছে বিসিবি।
গতকাল ২০ ডিসেম্বর, শনিবার এক বিবৃতিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দুই গণমাধ্যমের সাংবাদিক ও কর্মীদের প্রতি সহমর্মিতা ও সংহতি জানায় বিসিবি। বিবৃতিতে সংবাদপত্রের স্বাধীনতা, পেশাদার সাংবাদিকতা এবং গণমাধ্যমের প্রতি তাদের অবিচল সম্মানের কথাও পুনর্ব্যক্ত করা হয়।
বিসিবি আশাবাদ ব্যক্ত করে বলেছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টার তাদের দীর্ঘদিনের সততা, নৈতিকতা ও পেশাগত অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবে।
এর আগে একই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের বিবৃতিতে বলা হয়, দেশের ক্রীড়া উন্নয়নে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলারদের প্রচারেও এই দুই গণমাধ্যম নিরলসভাবে কাজ করেছে। এ ধরনের সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানায় বাফুফে।
এদিকে দেশের তিনটি ক্রীড়া সাংবাদিক সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি যৌথভাবে এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ঘটনার জেরে শুক্রবার এই দুই পত্রিকার ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। পাশাপাশি তাদের অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ ছিল।
