এখনও আইসিসির মনোভাব পরিবর্তনের আশায় বিসিবি

এখনও আইসিসির মনোভাব পরিবর্তনের আশায় বিসিবি

আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সেই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে আগেই। তবে বুধবার আইসিসি জানিয়েছে, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে এবং সিদ্ধান্ত জানাতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশ্য এখনও আইসিসির মনোভাব পরিবর্তনের আশায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশের ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আজ ভার্চুয়াল বৈঠক করে আইসিসি। যেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান তাদের পক্ষে ভোট দেয়। এতে কোনো লাভ হয়নি এবং শেষে আইসিসি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে।

বুলবুল আশাবাদী মনোভাব বদলাবে আইসিসি, ছবি : সংগৃহীত

বিসিবিকে এখন দেশের সরকারের সঙ্গে আলাপ করতে বলেছে, যেন ভারতে যাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি বাংলাদেশ সময়সীমার মধ্যে অবস্থান পরিবর্তন না করে তবে তাদের স্থলাভিষিক্ত হবে স্কটল্যান্ড।

অবশ্য বাংলাদেশের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করলেও আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,

‘আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি।

এখনও আইসিসির মনোভাব পরিবর্তনের আশায় বিসিবি ।

তিনি আরও বলেন,

‘বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে চায়। বাংলাদেশ সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কিন্তু আমরা মনে করি না যে ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। আমরা বলেছিলাম যে আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সাথে অদলবদল (গ্রুপ পরিবর্তন) করতে পারি। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে যে তারা তাদের গ্রুপে নতুন কোনো দল চায় না। ভোটের পর আমি তাদের বলেছিলাম যে আমি আমার সরকারকে জানানোর জন্য একটি শেষ সুযোগ চাই। তারা বলেছে এটি একটি যৌক্তিক পয়েন্ট এবং আমাকে তাদের কাছে ফিরে আসার জন্য ২৪ বা ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।

আমিনুল আরও বলেন,

‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলব। আমি সরকারের মতামত আইসিসিকে জানাব।

Exit mobile version