বিশ্বকাপজয়ী পেসারকে বিসিবির সহায়তা

বিশ্বকাপজয়ী পেসারকে বিসিবির সহায়তা

বিশ্বকাপজয়ী পেসারকে বিসিবির সহায়তা, ছবি: বিসিবি

ইনজুরির কারণে দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন। এবার ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ লিগে খেলতে চেয়েও পারেননি। তাই যুব বিশ্বকাপজয়ী পেসার শাহিন আলম চরম আর্থিক সংকটে পড়েন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহায়তার হাত বাড়িয়েছে। আজ এই পেসারকে ৫ লাখ টাকা দিয়েছে বিসিবি।

২০২০ সালে যুব বিশ্বকাপ ট্রফি জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেই দলের পেসার ছিলেন শাহিন আলম। কিন্তু তার এমন অবস্থা হয়েছে যে, পারিবারিক অস্বচ্ছলতার কারণে খেলাটাও চালিয়ে যেতে পারছেন। আগেই তার সতীর্থরা ও বিসিবি শাহিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল।

আজ শাহিনকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চেক তুলে দেন শাহিন আলমের হাতে। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

যুব বিশ্বকাপ জয়ের পর থেকে শাহিন এইচপি ক্রিকেটের সীমা ছাড়িয়ে আর ওপরে উঠতে পারেননি। নিজের ইনজুরি ও বাবা-মায়ের অসুস্থতা মিলিয়ে আর্থিক সংকটে পড়ে শাহিনের পরিবার।

২ বছর পর ইনজুরি থেকে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন মাত্র ৩ ম্যাচ। প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে চাইলেও বেশ কিছু ক্লাব লিগ বর্জন করায় সুযোগ মেলেনি শাহিনের।

Exit mobile version