শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি । মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে আইসিসির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার ইচ্ছার কথাও জানানো হয়েছে।
মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে। প্রথমে আইসিসিকে তিনটি বিষয়ে চিঠি দেয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত একটি দাবি জানিয়েছে বিসিবি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়।
আইপিএলের এবারের নিলামে একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় দলটি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















