সিলেটে চালু হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস

সিলেটে চালু হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস

সিলেটে চালু হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস, ছবি: সংগৃহীত

শনিবার সিলেটে উদ্বোধন করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক অফিস। এটিই বিসিবির প্রথম আঞ্চলিক অফিস হতে যাচ্ছে। বিসিবি প্রেসিডেন্ট হয়েই আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, সব বিভাগেই বিসিবির আঞ্চলিক অফিস করা হবে।

দেশের ক্রিকেটের প্রসারে ও উন্নতির সুবিধার্থে তা বিকেন্দ্রীকরণ জরুরি। আর বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেজন্যই মূলত বিসিবির আঞ্চলিক অফিস করার গুরুত্ব দেন তিনি। অবশেষে সবকিছু ঠিক থাকলে সিলেটে ৩ জানুয়ারি উদ্বোধন হবে বিসিবির আঞ্চলিক অফিস।

বিসিবির প্রথম আঞ্চলিক অফিস হতে যাচ্ছে সিলেটেই। এই কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে বুলবুলের। ছোটো পরিসরে এই আয়োজনটা করা হবে বলে জানা গেছে। এ সময় বিসিবি সভাপতি বুলবুল একটি প্রেজেন্টেশন দেবেন।

এই আঞ্চলিক অফিসে থাকবে মাত্র দুটি কক্ষ। একজন হেড অব ক্রিকেট থাকবে। উপজেলা পর্যায় বা ইউনিয়ন থেকে মেধাবী ক্রিকেটার তুলে আনাই হবে এই আঞ্চলিক অফিসে তার মূল দায়িত্ব। ক্রিকেট বোর্ডের মাধ্যমেই সব কার্যক্রম হবে।

এখন ভেন্যু ম্যানেজার, বিভাগীয় কোচ ও জেলাসমূহের কোচ আছেন। হেড অব ক্রিকেট সবকিছু দেখভাল করবেন। বেতনভুক্ত একজন কর্মকর্তা হিসেবেই তিনি নিয়োগ পাবেন।

Exit mobile version