ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা শঙ্কায় বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপদ কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির বক্তব্য জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, প্রয়োজনে আইসিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।
ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকি থাকায় মোস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কেকেআর বাদ দিয়েছে বিসিসিআইয়ের নির্দেশে। এমনকি বদলি নেওয়ারও অনুমতি দিয়েছে।
বাংলাদেশি এই পেসারের নিরাপত্তা শঙ্কা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গন পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ক্রিকেটীয় বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট বন্ধনে ফাটল ধরবে? আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে?
সিলেটে আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন,
টুর্নামেন্ট (বিশ্বকাপ) আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।
এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে স্বাগতিক হিসেবে আছে শ্রীলঙ্কাও। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান দল নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশ দলের ১টি বাদে সব ম্যাচই হবে ভারতে। এখন বিসিবিও কি ভেন্যু বদলের জন্য আইসিসিকে বলবে? এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘আইসিসিই ঠিক করবে কোনটি উপযুক্ত ভেন্যু হবে।’
বিষয়টি নিয়ে তিনি আরও বলেছেন,‘এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না। এটা প্রথমবার। আমাদের কাউন্টারপার্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি। কিছু না জানা পর্যন্ত তো কোনো অ্যাকশন নিতে পারছি না। আমরা যেটা বলছি, আমাদের ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা সবসময় আমাদের প্রাধান্য। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্ত আমরা নেব সময়মতো।’
