বাংলাদেশের ম্যাচ সরানো দায়িত্ব আইসিসিরি – বিসিসিআই সেক্রেটারির মন্তব্য। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা ইস্যুতে দেশটিতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়ে আবেদনও জানিয়েছে বিসিবি।

তবে যে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। এমন সময়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর যে দাবি বিসিবি তুলেছে, তা বিসিসিআইয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আইসিসির।
গত শুক্রবার (৯ জানুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) কার্যক্রম পর্যালোচনা এবং যুব ক্রিকেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, সভাপতি মিথুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ।
বৈঠক শেষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে সাইকিয়া বলেন,
বিষয়টি ভারতীয় বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এই বৈঠকটি সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয়ক ছিল। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না (কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















