উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে জায়গা পায়নি রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে তারা বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও বেনফিকার কাছে তারা ৪-২ গোলে হারের লজ্জায় ডুবেছে।
এই হার রিয়াল মাদ্রিদের সরাসরি শেষ আটে খেলার যে সম্ভাবনা ছিল তা শেষ হয়ে গেছে। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে তাদেরকে এখন প্লে অফের বাধা পার হতে হবে। অন্যদিকে দারুণ এ জয়ে বেনফিকা প্লে অফে খেলার সুযোগ পেয়েছে।
রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচটি সব উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। ঘরের মাঠে বেনফিকা ৩-২ গোলে এগিয়ে ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে এই ব্যবধান যথেষ্ঠ ছিল না। প্লে অফে জায়গা করে নিতে আরও একটা গোল তাদের দরকার ছিল। শেষ আটে জায়গা করে নিতে রিয়াল মাদ্রিদেরও দরকার ছিল একটা গোল।
ঠিক তখনই দেখা যায়। রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখলেন। রাউল অ্যাসেনসিও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এবং রদ্রিগো সপ্তম মিনিটে লাল কার্ড দেখেন। পরের মিনিটে একটা ফ্রি কিক পায়। প্রতিপক্ষের গোলমুখে পাওয়া ফ্রি কিকের সুযোগ নিতে গোলবার ছেড়ে উঠে আসেন বেনফিকার গোলরক্ষক আনাতোলিয়া ট্রুবিন। রিয়াল মাদ্রিদের গোলপোস্টের সামনে দাঁড়িয়ে যান। তারপর মাত্র একটা মুহুর্ত। উড়ে আসা বলে মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন রিয়ালের জালে। তার এই গোল গোল পার্থক্যে গড়ে বেনফিকাকে প্লে অফে তুলে নেয়।
এর আগে ৩০ মিনিটে এমবাপ্পে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। তবে বিরতির আগেই বেনফিকা এগিয়ে যায়। শুধু তাই নয়, বিরতির পরপরই ব্যবধান তারা ৩-১ করে নেয়। ৫৮ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। আর ৯৮ মিনিটে ট্রুবিনের সেই গোল চমকে দেয় সবাইকে।
